আজ বৃষ্টি হোক
আজ বৃষ্টি হোক


আজ আকাশ ঘিরে বৃষ্টি নামুক
স্বস্তির স্রোতে হৃদয় ভাসুক
ধুইয়ে যাক তোমার মনের ক্ষত
আজ মেঘের আড়ালে সুখের বাঁশি
ঠোঁটের কোনে বাঁচুক হাসি
বন্ধু হোক লুকিয়ে থাকা রামধনু যত
আজ বৃষ্টি হোক শহর জুড়ে
যত রাগ-অভিমান স্মৃতির কবরে
বারিধারার সাথে আজ তারাও যাক মিশে
তোমায় পাঠানো যন্ত্রণা সব
নরম মনে আজ হোক কলরব
আমন্ত্রণ রইলো তাদের, আমার শয্যা পাশে
আজ বৃষ্টিতে ভিজুক শহরতলি
সম্পর্কের এই অচেনা অলিগলি
ভেসে যাক জেগে থাকা অযথা প্রত্যাশার ঝড়
তোমার স্বপ্নরা-ই আজ বৃষ্টির ফোঁটা হয়ে
নিভৃতে ভালোবাসুক মোর প্রাণকে ছুঁয়ে
আজ বৃষ্টি হয়ে ঝরে পড়ুক প্রতিশ্রুতির মিথ্যে খেলাঘর