ছেলেবেলায় মহালয়ায়
ছেলেবেলায় মহালয়ায়
ক্লান্তিকর স্কুল জীবন মাঝে
যা বয়ে আনতো শারদীয়ার ছুটির বার্তা,
বাবার হাত ধরে নতুন রেডিও কিনতে যাওয়া,
শিউলির গন্ধ মাখা ভোরে কাশবনে হারিয়ে যাওয়া,
কাঁথা জড়ানো হাল্কা শীতে, সেই মাহেন্দ্রক্ষণে
অতি পরিচিত কণ্ঠের মন্ত্রোচ্চারণে শিহরিত হওয়া,
মঝে কিছুটা অনিচ্ছাকৃত ঘুম,
আবার “ডিডি বাংলা” খুলে বসে যাওয়া
ছেলেবেলার সেই মহালয়ার আমেজ
এখন অতীত – আজ শুধুই স্মৃতির পথে যাত্রা