STORYMIRROR

Ankit Bhattacherjee

Abstract Classics Children

3  

Ankit Bhattacherjee

Abstract Classics Children

হতাম যদি মেঘ

হতাম যদি মেঘ

1 min
368

আচ্ছা, মেঘের কি প্রাণ আছে?

আছে নাকি পাখির মতো দুটি ডানা?

যা ইচ্ছা মতো আকাশে মেলে দিয়ে

নিরুদ্দেশ হতে, নেই কোনো মানা


আমি যদি মেঘ হতাম

দেশ বিদেশে বেড়াতাম ঘুরে

সীমানা পারাপারে থাকতোনা বাঁধা

যেদিক খুশি, যেতাম আমি উড়ে


আমি যদি মেঘ হতাম

আগমনীর বার্তা আনতাম বয়ে

শরতের স্নিগ্ধ নীলাকাশ জুড়ে

সাদা তুলোর মতো যেতাম ছড়িয়ে


আমি যদি মেঘ হতাম

বর্ষাকালে হতাম অবিশ্রান্ত জলরাশি

রেইনি ডের জন্য স্কুল বন্ধ করে

বাচ্চাগুলির মুখে ফোটাতাম হাসি


মেঘেদেরও বুঝি রাগ হয়?

ঝগড়া বাঁধায় গুড়ুম গুড়ুম করে

মাঠ, নদী, পাহাড়, জঙ্গল পেরিয়ে

যারা ভেসে চলে, আকাশের পথ ধরে


আমি যদি মেঘ হতাম

যেতাম ছুটে সেই গ্রাম শহরে

যেথা খরার জন্য অশ্রুধারাও শুকনো

বৃষ্টি হয়ে সেথায় পরতাম ঝড়ে


আমি যদি মেঘ হতাম

যেতাম উড়ে শয়তানদের ঠিকানায়

সমাজকে অপরাধ মুক্ত করতে

বজ্রপাত করতাম তাদের আঙিনায়


আমিও যদি মেঘ হতাম

তাদের মতোই সাদা কালো পোশাক পরে নিয়ে

পাখিদের সাথে মনের কথা বলতাম

বাস করতাম কোনো স্বপ্নের রাজ্যে গিয়ে


Rate this content
Log in

Similar bengali poem from Abstract