সমসাময়িক
সমসাময়িক
আজ ঘরে ফেরার তারা নেই,
উদ্বিগ্নতা নেই, গ্লানি নেই।
নতুন করে হারানোর ভয় নেই।
আছে শুধু বিস্তির্ণ বালুরাশি জুড়ে
একলা বিকেলে সমুদ্রতীরে -
নিজেকে আরও ভালো করে
চেনার অফুরন্ত সময়।
আজ তো কোথাও কোন দায় নেই,
কোনও দায়বদ্ধতা নেই,
সত্যি মিথ্যে জানানোর অভিপ্রায় নেই।
আছে শুধু এই উদাস বিকেলে
আরো উদাসীন হয়ে -
ফেলে আসা জীবনের
অনুধাবন করার অফুরন্ত সময়।