STORYMIRROR

Suvadro Chakraborty

Drama Romance

2.5  

Suvadro Chakraborty

Drama Romance

ভালোবাসা

ভালোবাসা

1 min
16.3K


সমুদ্রতটে বসে সময়ের পানে চেয়ে,

অধিকারবোধ চেপে বসে ভালোবাসার লয়ে |

কাটিয়ে আসা দিনগুলো উজ্জ্বল এ আঁধারে,

তুমি তো আছো শুধু এ মনেরই গভীরে |

নীল জলের ঢেউ আছড়ে পরে তটে,


গহীন বালুরাশির মাঝেও যেন -

শুধু আমাদের ভালোবাসারই ফুল ফোটে |

অপেক্ষায় আমি- তোমার আগমনীর আভাসে,

উত্তাল ঢেউও আজ শান্তস্নিগ্ধ-

রাতের আকাশ আজ ফুটফুটে নক্ষত্রখচিত-

আমি তো বেঁচে আছি শুধু তোমারই সুবাসে|



Rate this content
Log in

Similar bengali poem from Drama