কোমল গান্ধার
কোমল গান্ধার
কবি তুমি ভেঙেছিল দুয়ার,
নিভছিল মোর বাতি
হঠাৎ করে শূন্য হিয়ায়
কেঁদেছিলো মোর রাতি।
অদৃষ্টের খেয়ালে হারিয়েছিল যেদিন
দুই বিঘে জমি,
সেদিন তো তুমি ছিলে
আর ছিলাম আমি।
মনের কোণেতে জমেছিলো মেঘ
প্রশ্ন করেছিল সহস্র তারারা
মৃত্যুঞ্জয় উচ্চ শিরে করেছিল প্রতিবাদ
মর্মরে হৃদয়ে কবিতাখানি হয়নি দিশেহারা।
সেদিন কাবুলিওয়ালার হাত ধরে
পাড়ি দিয়েছিলাম গানের ওপারে,
কবি তুমি সেদিন আবার ভালোবাসতে শিখিয়েছিলে,
হাসতে শিখিয়েছিলে, কোমল গান্ধারে।।