সবে তো দশ দিন বয়স ওর
সবে তো দশ দিন বয়স ওর


কী দোষ করেছিল ঐ বাচ্ছাটা
যে তুমি ওর মা কে কেড়ে নিলে!!
ও তো এখনোও
মা বলে ডাকতে শেখেনি...
সবে দশ দিন বয়স ওর..,
কী দোষ করলো ঐ দুধের শিশুটা
যে তুমি ওর মা কে কেড়ে নিলে!!
সাতকুলে তো কেউ নেই
হাঁটতেও শেখেনি এখনও
সবে দশ দিন বয়স ওর...
অবচেতন মনে মার
স্তন্য পান করছিল সে...
এমন সময় হঠাত্
কেঁপে উঠল ধরনী
প্রকৃতি হল আলোড়িত
চতুর্দিকে শুরু হয় হাহাকার
বাঁচার প্রচষ্টা...
একটি শেষ প্রচেষ্টা করছে
বাচ্ছাটির মা...
ঘর ছেড়ে বেরিয়ে আসতে চায় সে
বাচ্ছাকে বুকে ধরে
দরজার দিকে দৌড়াচ্ছে সে...
এমন সময়
কংক্রীট ভেঙে পড়ে তার মাথায়,
রক্তাক্ত শরীরে লড়াইটুকু লড়ছে সে,
মাথা দিয়ে গলগল করে রক্ত ঝরে পড়ছে,
তবু সে হার মানেনি...
সে লড়ছে
অন্তত নিজের বাচ্ছাকে বাঁচাতে
রক্তে ভিজে গেছে তার বসন
তবু সে লড়ছে
বাপ মরা বাচ্ছাটিকে বাঁচাতে.....
চারদিক থেকে কংক্রিট চাঁই
ভেঙে পড়ছে তার মাথায়, শরীরে
ক্ষতবিক্ষত হচ্ছে তার শরীর...
তবু ক্লান্তি নেই, ক্লেশ নেই...
দরজার কোনে ছোট্ট ফুটো দিয়ে সে বাইরে বার করতে পেরেছে সে
নিজের সন্তান কে
কাঁদতে কাঁদতে
এতক্ষণে জ্ঞান হারিয়েছে বাচ্ছাটি...
এবার তার মা শেষ প্রচেষ্টা করছে
নিজেকে বাঁচানোর
কিন্তু রক্তস্নাত শরীর
অবশ হয়ে আসছে তার
এমন সময় নেপালে
আবার একটা আলোড়ন
আর.......
সব শেষ.....
একটা যুদ্ধের অবসান
বাড়ির ধসে মৃত বাচ্ছাটির মা....
লড়াই এর পরিসমাপ্তি...
কী দোষ করেছিল বাচ্ছাটা
যে তুমি ওর মা কে কেড়ে নিলে...
সবে তো দশ দিন বয়স ওর
মাত্র দশদিন।