লোহার ঘাস
লোহার ঘাস
আমারও তো ভয় হয়
যখন বসন্তের ফুলগুলো ঝরে যায়
কাগজের ঘাসে হেঁটে যেতে যেতে
কখন যে লোহার ঘাসে পা কেটে যায়।
আমারও তো ভয় হয়
আসন্ন কালবৈশাখীর ঝরে যদি
ভেঙে যায় স্বপ্নে বাঁধা কুঁড়েঘর
ভেসে যায় কালনাগিনীর বিষপ্রবাহে।
আমারও তো ভালো লাগে
তোর হাত ধরে নগ্ন পায়ে হেটে যাই
ঝিনুক কুড়াই সিন্ধুতটে
ঊষার প্রথম আলোর ছটায় উজ্জ্বল।
তবু শিকল বাধা জীবন
পর্যাপ্ত অক্সিজেনের অভাবে
ফসিলসের মতো পরে থাকে মস্তিস্ক দূষণ
ভালোবাসার হাতছানি যেন কাঁচে জমা বর্ষার জল।।