STORYMIRROR

Sahel Ghosh

Abstract

5.0  

Sahel Ghosh

Abstract

লোহার ঘাস

লোহার ঘাস

1 min
320


আমারও তো ভয় হয়

যখন বসন্তের ফুলগুলো ঝরে যায়

কাগজের ঘাসে হেঁটে যেতে যেতে

কখন যে লোহার ঘাসে পা কেটে যায়।


আমারও তো ভয় হয়

আসন্ন কালবৈশাখীর ঝরে যদি

ভেঙে যায় স্বপ্নে বাঁধা কুঁড়েঘর

ভেসে যায় কালনাগিনীর বিষপ্রবাহে।


আমারও তো ভালো লাগে

তোর হাত ধরে নগ্ন পায়ে হেটে যাই

ঝিনুক কুড়াই সিন্ধুতটে

ঊষার প্রথম আলোর ছটায় উজ্জ্বল।


তবু শিকল বাধা জীবন

পর্যাপ্ত অক্সিজেনের অভাবে

ফসিলসের মতো পরে থাকে মস্তিস্ক দূষণ

ভালোবাসার হাতছানি যেন কাঁচে জমা বর্ষার জল।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract