বৃষ্টি খেলা
বৃষ্টি খেলা


রোদ কুড়োনো মেয়ে এখন ছাদের কানায়
চাবাল ভেজা বৃষ্টি তোকে দারুন মানায়
খবর দিলো ভেজা হওয়া শুকনো কানে
শহর এখন অবাদ্ধতায় ভিজতে জানে
ভিজে রাস্তায় একটা শহর থমকে দাঁড়ায়
ডাকছি তোকে আসবি কাছে এক ইশারায়
জোড়া আঙ্গুল ঘুরবে নাকি পাড়ায় পাড়ায়
ঘুম শহরে বৃষ্টি খেলার খুব আস্কারায়
কাচের দেয়াল বৃষ্টি থাবা ডাকছে কাছে
খালি পকেট ভিজলে আমার কি যায় আসে