ফন্দি
ফন্দি


একটা মানুষ পাওয়ার জন্যে হাজার ভিখারি
চাল দু টাকা কেজি আহা দয়ার সরকার
উনুন চিতায় পুড়ছে এখনও জ্যান্ত হাড়ি
ভাতের থালায় রক্ত জমাট কার
বাঘ সিংহ হাতি ঘোড়া
এখন তোরা পতাকা ওড়া
ভোটের পরে জিরাফগুলো চিড়িয়াখানায় বন্দী
গরিব দসা পুরুষ পিতা
পাশা পাশি জ্বলছে চিতা
প্রতিশ্রুতির মুঠোর ভেতর মুখ লুকানোর ফন্দি