গতিপথ
গতিপথ


হওয়ার গতিপথ মেপেছো জানালার পাল্লা
মেঘ ধোঁয়ায় ক্ষীন সূর্য কাশে
সমতলে উঠে দাঁড়ানো কংক্রিট শহর
এভাবেই বাঁচতে ভালোবাসে
বেঁচে আছি আছি কিছু রক্তে আর ঘামে
টেনে হিঁচড়ে বাড়ছে পুরুষ পিতায়
মুখোস সেজে মলাট যেমন থাকে
ঘি এর ঘ্রানে মুখোস সেজেচিতায়
কিচেন থেকে মুরগি পোড়া গন্ধ
দজ্জালের খোলস ঝুলছে আলনায়
মরার ভয়ে মুড়ি দেওয়া কম্বল যেনো কাফন
বালিস বিছানা চিতা পুড়ছে বোবা কান্নায়