STORYMIRROR

Paula Bhowmik

Abstract Fantasy Inspirational

4  

Paula Bhowmik

Abstract Fantasy Inspirational

বাঁধনহারা

বাঁধনহারা

2 mins
419


কিছু স্বপ্ন দেখা হয়ে গেছে, কিছু দেখা আছে বাকি,

আর কিছু অজান্তেই নিজের মনে লুকিয়ে আছে ____

যেকোনো মুহুর্তে তারা অনায়াসে দিতে পারে ফাঁকি।

তাই তো প্রতিটি স্বপ্নের নিখুঁত ছবি আঁকতে চাই,

কল্পনার জগতে মাঝে মাঝে সাঁতারে গা ভাসাই।

ছোটোবেলার সেই নির্মল আনন্দ কি আর কেউ,

পেতে পারে বুড়ো হলে তার নিজের বড়বেলায় !

সারাজীবন খুঁজে খুঁজে ঘোরে একটু সুখের আশায় !

হাতড়ে যদি কিছু বালি পাই, মুঠো ভরে ধরতে চাই,

বুঝিনা কখন যেন মুঠো আলগা হয়ে সব ঝরে যায়।

এক মুঠো বালিতে আছে কত না হাজার বালুকনা !

তাতে আলো পড়ে যত রঙ ঠিকরে বেরোয় ,

সে সব রঙের নাম তো আমি নিজেও জানিনা ।

রামধনুর সাত রঙে ওরা মিশে মিশে আরো রঙ হয়,

একটা খাতায় তাদের কি করে আঁটানো যায়!

একটি পুরো দিনের নানা সময়ে নানা ক্ষনে,

যত সব ভাবনা ভেসে ওঠে এই মনের কোনে !

সব কি আর ধরা দেয় কলমের ডগায় !

তবু ওরা বলে কাগজ আর কলম নাকি করেছে চয়ন,

মস্তিষ্কটাই আমার নাকি ওরা করেছে অপহরণ।

আজ এই শরীরে নাকি মন খুঁজে পাওয়া দায়,

অপরাধী হয়েছে সকলের কাছে, এই বেচারা হৃদয়।

কল্পনা যে পাখির মতোই ডানা জোড়া মেলতে চায়,

ছবি আঁকা কিংবা লেখা সবকিছু আজ ছাপা হয়,

মনের সাদা পাতায় অথবা সুদূর আকাশের গায়।

কেউ হয়তো বলবে, এ যে আমাদের ভূলে যায় !

কি করে বোঝাই কথাটা, কেউ এখানে ভোলার নয়,

সকলেই স্মৃতিচাপা পড়ে রয়, এই মনের খাতায়।

তাই হেথা একদম সাদা পাতা খুঁজে পাওয়া সুকঠিন!

খুঁজতে গেলে অসাবধানে টান লেগে বেজে ওঠে বীন।

রঙের ছড়াছড়ি, তুলি নেই, কলম নেই, তবু ভাবনারা,

ভাসে যে সোস্যাল মিডিয়ায়, আজ ওরা বাঁধনহারা।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract