মেলা
মেলা
কোথাও মানবের ভীড়,
কোথাও মজার খেলা।
কোথাও কবির মিলন,
কোথাও বাউল মেলা।
কেউ বা চড়ে নাগরদোলা ,
কেউ বা দেখে খেলা।
কেউ বা নাচে বাউলের টানে,
কেউ বা খাই ঠেলা।
কেউ বা বেচে পুরি, চাউমিন,
কেউ বা মালাই রোল।
কেউ বা বেচে চপ, সিঙাড়া,
কেউ বা বাজাই ঢোল।
কেউ বা দেখে ফটোর দোকান,
কেউ বা চিবাই পান।
কেউ বা খেলে লটারী খেলা,
কেউ বা গায় গান ।
কেউ বা খাই জিলাপির রস,
প্যাকেট খানি মোলা।
কেউ বা খাই বাদাম, লেবু,
কেউ বা ফেলে খোলা।
কেউ বা খেলে লাফ, ঝাপ আর
কেউ বা দৌড়ের রেস।
কেউ দাঁড়াই, কেউ ছুটে বেড়ায়,
দেখতে লাগে বেশ।
আসা যাওয়ার মধ্যে আছে, কান্না এবং হাসি।
তবুও মোরা দুঃখ ভুলে, মেলাকেই ভালবাসি।
