STORYMIRROR

Bapiruddin Shaikh

Abstract Classics Inspirational

4  

Bapiruddin Shaikh

Abstract Classics Inspirational

ঋতুরানী  বর্ষা

ঋতুরানী  বর্ষা

1 min
335


তাপদগ্ধ গ্রীষ্মের শেষে, 

       এল স্নিগ্ধ বর্ষা। 

গাছপালা আর তরুলতা, 

      পেল বাঁচার ভরষা।

বর্ষায় হয় সবুজ শ্যামল, 

       শস্য ভরা মাঠ ।

বর্ষায় হয় ভরপুর ,

       পুকুর নদীর ঘাট। 

টিপ টিপ টিপ করে, সারাটা দিন ধরে ।

অনবরত বারিপাত ঝর্ণার মতো ঝরে। 

চারিদিকে মেঘেদের আনাগোনা। 

শুরু হয় চাষিদের আমন ধান বোনা। 

বর্ষায় সজ্জিত হয়, 

       কদম্ব, বেল, জুঁই। 

এই সময়ে দেখা মেলে, 

      শাকের রাজা পুঁই। 

মেঘের বাদল বজ্রের ধ্বনি, 

     গগনের ঐ কোলে। 

মাছরাঙাটা মাছ ধরে আর, 

     ময়ূর পেখম দোলে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract