STORYMIRROR

Dream TV

Romance Others

3  

Dream TV

Romance Others

তোমার কাছ থেকে

তোমার কাছ থেকে

1 min
174

তোমার কাছ থেকে কোনদিন

নিরুত্তাপ ফিরে আসিনি,

তোমার কাছ থেকে কোন দিন

ফিরে আসিনি নিরুত্তয়,

মেনে নিয়েছি অবুঝ

ভালোবাসার নামে যা কিছু হয়

তুমি তা জান নিশ্চয়।

তুমিতো জানোই-

আমার কষ্টেরা তবু মিছিল করেনা

ওরা অগোছালো, বিক্ষিপ্ত, ভবঘুরে

দুপুর নেই বিকেল নেই ওদের

শুধু আজন্ম গভীরতম রাত।

তোমার কাছ থেকে কোন দিন

ভালোবাসাহীন ফিরে আসিনি আমি

তোমার কাছ থেকে কোন দিন

ফিরে আসিনি নিরুত্তয়।

প্রতীক্ষায় থেকে থেকে পায়ের পাতায়

গজালে শেকড় নাকি ভালোবাসা হয়!


Rate this content
Log in

Similar bengali poem from Romance