একান্তই ব্যক্তিগত
একান্তই ব্যক্তিগত
হতেই পারে কিছু হঠাৎ বদল,
হঠাৎ বেঁধে যেতেই পারে গণ্ডগোল।
হঠাৎ চেঁচিয়ে উঠতেই পারি,
বাজাতেই পারি হঠাৎ নীরবতার ডামাডোল।
তোমরা শুধুই পরিচিত, তার চেয়ে বেশি কিছু নয়
তাও কেন কল্পনা বাঁধো, গসিপ'এর খিদায়!
তোমরা যেমন আছো থাকো,
আমি থাকবো আমার মতো।
আমার এক্তিয়ার, এটা আমার ব্যাপার
আর ব্যাপারটা একান্তই ব্যক্তিগত।।
আমি আজ হয়তো ঝাল খাই, কাল খাবো টক
পরশু হয়তো অনশনে যাবো, সেটাও আমার হক।
আমি ব্যস্ততায় গান গাইতেই পারি,
বা কাল চিবোতেই পারি নখ।
তোমাদের তাতে কি, যে পথে আমি যখনই হাটি
আমন্ত্রণ দিইনি কখনোই করতে নিরপেক্ষ কাঁঠি।
তোমরা বাঁচো তোমাদের জীবনজ্বালায়,
আমি বাঁচবো আমার মতো।
আমার জীবন, সেই জীবনের ব্যাপার
আর ব্যাপারটা একান্তই ব্যক্তিগত।।
জানো সামান্য, কিঞ্চিত অতী অল্প,
তাও গুজবে গড়ো আকাশকুসুম গল্প।
ঘটে ঘরের উঠোনে আড়ালে ঘটনা,
তা নিয়ে বাঁধো ঐতিহাসিক সার্বজনীন রটনা।
কাউকে ঘিরে বসে নাকাল করো অবাধে,
মজা লোটো কোণঠাসা করে খোরাকের সুবাদে।
অকাজের বারবেলায় কাউকে ডেকে এনে,
খিল্লি ওড়াও তার দুর্বলতা জেনে।
দৃষ্টির সম্মুখে যখন আমার চেতনা এসব দেখায়,
তোমাদের সম্মানে আমার মধ্যাঙ্গুলি উঠে দাঁড়াতে চায়।
তোমরা থাকো তোমাদের অল্প অস্তিত্বে
আমি থাকবো আমার মতো।
বিগত দিনের বিস্তীর্ণ ব্যাপার,
আর ব্যাপারটা একান্তই ব্যক্তিগত।।