STORYMIRROR

Rudrasom Shee

Abstract Tragedy

4  

Rudrasom Shee

Abstract Tragedy

রাতের পরে,

রাতের পরে,

1 min
888

রাতের মিশকালো গাঢ় অন্ধকার

যখন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে,

তীব্র যন্ত্রণাটা জেগে ওঠে আবার

আর এক হারানো কথা মনে পড়ে;


একাকী পৌঁছে যায় অসীম সাগরে

যে সাগর তৈরি শুধু বেদনার অশ্রুজলে,

ডুবে থাকি এক অতীতের অন্ধকারে

আর তলিয়ে যায় সেই সাগরের অতলে I


আলো তো সব সময়ের সঙ্গী নয়

সেও তো একসময় ছেড়ে চলে যাবে,

তখন রাতের অন্ধকারেই মনে হয়

হারানো অমূল্য জিনিসটা খুঁজে পাবে;


অসীম শূন্যতা আর কঠিন যন্ত্রণা

হানছে আঘাত আমারই অন্তরে;

ব্যথার জায়গাটা তো ওদের চেনা

যা হবে না কখনো নিঃশেষ চিরতরে-


ফিরে আসবে কি এই কষ্ট এক-একটি রাতে?

কখনও কি পাব না এর থেকে নিস্তার?

রাতের অন্ধকারই নিজের অদৃশ্য দুই হাতে

ছড়াচ্ছে মনের মাঝে এক শূন্যতার বিস্তার I


যখনই ভাববে এই শূন্যতার,এই যন্ত্রণার

আর তো নেই কোনোপ্রকার অধিকার!

ঠিক তখনই এক অজানা চাপা কষ্টে

মনের ভিতরটা করে উঠবে হাহাকার...


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali poem from Abstract