STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

বাজার

বাজার

1 min
725

সবাই জানে তুমি রাজপুরুষ নও

তুমি সাধারণ জনগণ , ,

তোমার সোনার চাকা লাগানো গাড়ি নেই 

নেই তোমার জমকালো পোশাক 

তোমাকে কেউ ফ্রীতে কিছুই দেবে না 

এ জগতে ফ্রীতে পায় একমাত্র রাজপুরুষ কিংবা ব্যবসায়ী। 

তুমি থলে হাতে বাজারে 

চেয়ে আছো মাংসের দোকানে মুরগির দিকে 

ভাবলে একবার 

পেঁয়াজের দাম ,লংকা ,মশলা ,তেল ,উরিব্বাবা 

আজ থাক, এখন মাসের শেষ।

এখন তুমি বাজারের মাঝখানে 

তোমার জগতে এইবার ভালো বৃষ্টি ,ভালো ফসল 

কিন্তু কে যেন তোমার চোখদুটো বেঁধে দিলো 

কেউ তোমার ডানা দুটো চেপে ধরলো 

চোখের সামনে অন্ধকার 

এইবার শুধু একটা পোঁচ ,তারপর আবার 

পথ ,ঘাট ,রাস্তা সব ভেসে যাচ্ছে রক্তে 

অথচ অফিসের দেরী হচ্ছে, ফিরতে হবে 

তুমি খুব সামান্য আনাজ কুঁড়িয়ে বাড়ি ফিরলে 

কারণ কাল আবার তুমি বাজারে যাবে। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract