রাতের পরে,
রাতের পরে,
রাতের মিশকালো গাঢ় অন্ধকার
যখন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে,
তীব্র যন্ত্রণাটা জেগে ওঠে আবার
আর এক হারানো কথা মনে পড়ে;
একাকী পৌঁছে যায় অসীম সাগরে
যে সাগর তৈরি শুধু বেদনার অশ্রুজলে,
ডুবে থাকি এক অতীতের অন্ধকারে
আর তলিয়ে যায় সেই সাগরের অতলে I
আলো তো সবসময়ের সঙ্গী নয়,
সেও তো একসময় ছেড়ে চলে যাবে,
কখন রাতের অন্ধকারেই মনে হয়
এক হারানো অমূল্য জিনিস ফিরে পাবে I
g>অসীম শূন্যতা আর কঠিন যন্ত্রণা হানছে আঘাত আমারই অন্তরে; ব্যথার জায়গাটা তো ওদের চেনা যা হবে না কখনো নিঃশেষ চিরতরে- ফিরে আসবে কি এই কষ্ট এক-একটি রাতে? কখনও কি পাব না এর থেকে নিস্তার? রাতের অন্ধকারই নিজের অদৃশ্য দুই হাতে ছড়াচ্ছে মনের মাঝে এক শূন্যতার বিস্তার I যখনই ভাববে এই শূন্যতার,এই যন্ত্রণার আর তো নেই কোনোপ্রকার অধিকার! ঠিক তখনই এক অজানা চাপা কষ্টে মনের ভিতরটা করে উঠবে হাহাকার...