STORYMIRROR

Rudrasom Shee

Abstract Tragedy Others

4  

Rudrasom Shee

Abstract Tragedy Others

অভিমানী হৃদয়

অভিমানী হৃদয়

1 min
312

হয়তো আমার মরনে খুশি হবে অনেক কেউ,

হয়তো কারোর মনের মাঝে উঠবে চাপা কান্নার ঢেউ,


ক্ষমা যদি নাই বা করো, করো না গো অভিমান

হৃদয়ে বিঁধে আছে হাজার অপমানের বিষাক্ত বান!


মনের কোণে জমে থাকা কত স্বপ্নেরা হয়ে গেছে দিকভ্রষ্ট

বাস্তবের দংশনে আঁখির জলে কত সম্পর্ক হয়ে গেছে নষ্ট


নাইবা রাখলে অশ্রুজলে, মনে রেখো ক্ষমার নজরে

আমার মরনের পর আমার কথা নিঃশেষ হবে চিরতরে।


বন্ধুরূপে নাইবা মানলে, তাহলে দিয়ো যত পারো আঘাত

ক্ষতি তোমার চাইনি কখনো, চাইনি কোনো ব্যাঘাত


যদি অভিমানের বশে বন্ধুত্বের দ্বার দাও বন্ধ করে,

মৃত্যুর আগে অবধি অপেক্ষা করব ধৈর্যের বাঁধন ধরে;


সব অধিকার থেকেই বঞ্চিত আমি, কাছে যেতেও যখন মানা,

ভালোবাসা যদি নাই বা দিলে, রেখো আমার প্রতি একটু করুণা


ব্যর্থতার আঘাতে ভেঙেছে হৃদয়, আঁখির অশ্রু-নদীতে ডেকেছে বাণ

দোষের ভাগীদার আমিই যখন, নাহয় মেনে নিলাম এই প্রত্যাখান।


প্রতীক্ষা অবসানে হাসি যদি না জোটে আমার কপালে!

জানবে অশ্রুজলে বিদায় নিয়ে চলে যাব আমি অকালে।


যদি মনে হয় আমার চলে যাওয়াতেই হবে সমস্ত সমাধান,

মেনে নেব আমি সেই শাস্তি, গাইবো না কোনো অশ্রু-গান।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract