STORYMIRROR

Rudrasom Shee

Abstract Tragedy

3  

Rudrasom Shee

Abstract Tragedy

স্মৃতির হাতছানি

স্মৃতির হাতছানি

1 min
408

ভুলে থাকা কি অতই সোজা হয়?

যখন রাতের অন্ধকারে স্মৃতির পিছুটান

সমস্ত বর্তমানকে করে দেয় ম্লান ,

আর পড়ে থাকে শুধু এক ভারাক্রান্ত হৃদয়


যখন অতীত দেয় হাতছানি

তোমার ওই বিস্মৃত স্মৃতির ভাঁড়ারে

তখন মনটা হয়ে উঠবে অভিমানী

সেই না চাওয়া হাতছানির সঞ্চারে


যখন করবে প্রবেশ মনের গহীনে

মন- সাগরে ডুব দিয়ে

চিন্তার জগত খুলবে তার দ দুয়ার

আর দেবে আহবানের পথ বিছিয়ে


চিন্তার জগত যে বড়ই অসীম

পাবে না খুঁজে তার শেষ সীমানা

যেন মনের ভিতরেই তৈরি হয়েছে

গোটা এক মহাকাশের আস্তানা


ভুলে থাকতে পারবে কি সেই স্মৃতিকে

যে কিনা তোমার অতীতেরই অংশ

ছাড়বে না কখনই সেই স্মৃতি তোমাকে

করতেও পারবে না তাকে ধ্বংস


যখন রাতের অসামান্য অন্ধকারে

শূন্যতা বুকে আঘাত হানে

অতীত তখন জেগে উঠে

চেয়ে থাকবে তোমার পানে


ভুলে থাকতে পারবে না সে স্মৃতিকে

ছাড়তেও পারবেনা তার পিছুটান

কারণ স্মৃতিই বাঁচিয়ে রেখেছে মনটাকে

আর সে-ই মনটাকে দিয়েছে প্রাণ...


Rate this content
Log in

Similar bengali poem from Abstract