STORYMIRROR

Rudrasom Shee

Abstract Inspirational Others

3  

Rudrasom Shee

Abstract Inspirational Others

শ্রদ্ধা

শ্রদ্ধা

1 min
315

কোথায় রয়েছো কোন গভীরে

অথচ আছো তুমি সর্বক্ষণ জুড়ে,

তোমারই সেই সাধনার অন্তর্দৃষ্টি

করেছে নিত্যনতুন অপূর্ব সৃষ্টি।


তুমি আছো হৃদয়-গভীরে

আছো তুমি সাহিত্য জুড়ে,

তোমার অপূর্ব কল্পনীয় মন

করে সৃষ্টির বৃষ্টি সারাক্ষণ;


অনেক সৃষ্টির মাঝেও তুমি

গড়েছ অনিন্দ্যসুন্দর নিদর্শন,

হৃদয়-ছোঁয়া এক গভীর স্পর্শে

সকল মনকেই করেছো আপন।


শ্রদ্ধা জানিয়েও আমি বাক্যহীন

ভুলেও ভুলিবো না তোমার ঋণ,

তুমি মানেই তো সেই সাহিত্যচারী

বহিয়ে দিয়েছো বিরাট সাহিত্যতরী


তুমি আছো সর্ব জায়গায়

আছো সকলের ভাবনায়,

আমিও যে হয়েছি সহমর্মী

তোমারই করুন বেদনায়


এই শ্রদ্ধা জানিয়ে আমি

করে যাই তোমারই বন্দনা,

তোমার কথা স্মরণে আমি

দুঃখের মাঝেও পাই সান্তনা।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract