STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

এই পৃথিবী

এই পৃথিবী

1 min
1.6K

তোমার বুকখানি চিড়ে উঠে কত অট্টালিকা

তবু তোমার কান্না নেই, তবু করো না দুঃখ

তোমার নেই ক্রোধ,কখনো হও না রুক্ষ

নিজ কক্ষপথেই ঘোরো সর্বদা একা একা। 


তোমার যেন হদয়ে এক উদ্যান সাজানো,

রয়েছে কত যে আরো নগর বন্দর

আরও আছে লক্ষ প্রাণ ও পর্বত শহর 

যেখানে কর্মের কলতান,কোলাহল কখনো। 


নিঃশব্দে দাঁড়িয়ে আছে,সদা যেন হাসে

তোমারই রক্তে পালিত বৃক্ষলতা

তোমার হৃদয়ে শুধু মমতা নির্মলতা

দিনে রবি, রাত্রে শশী দাঁড়ায় পাশে। 


ঝড় ঝাপটায়, কখনো বৈশাখী ঝড়ে

যেন নিয়ে যায় তোমার কত ধন কেড়ে,

চালায় ধ্বংস যজ্ঞ, হয় সবুজ প্রাণ নিধন

তুমি তবু মুক হারিয়ে ভাষা, কেঁদেই যাও মরে। 


খাদ্য বাস সবই - কার কি প্রয়োজন 

মেটাও সব তুমি ; নেই যে রাগ অভিমান

দ্যাখো সকল সন্তানকে ছোট বড় সবাই সমান

সুন্দর এই পৃথিবী, তুমি কত যে মহান ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract