STORYMIRROR

Subhasish Paul

Abstract Fantasy Others

3  

Subhasish Paul

Abstract Fantasy Others

'একলা রাতে '

'একলা রাতে '

1 min
139

            

আজ যেন মোর ঘুমের সাথে আড়ি।


আকাশ দেখি জানলাতে চোখ রেখে।

অলীক যত স্বপ্ন সকল আছে ,

ভেসে ভেসে মনের অলিন্দতে ,

হাতছানি দেয় তেপান্তরের পথে।


চুপিসারে একখানা মেঘ এসে,

আলতো করে হাত রাখে মোর চোখে,

বলে, আমার সঙ্গে চলো,

ভাসবে আমার ভেলায়।


সেইতো তুমি যাবেই ঝরে।

ভিজিয়ে আমায় , ভাসিয়ে আমায় ,

একলা ফেলে তেপান্তরের পারে।

নাইবা গেলাম তোমার সাথে ?

এইতো আমি একলা রাতে ,

আমার আমি , আমার জগৎ,

এইতো আমি একলা আছি বেশ।


আবার আমি খুঁজবো মনে,

যেথায় আমি হারিয়েছি পথ

পথেরই সন্ধানে।

খুঁজবো আবার আধার মানিক ,

অন্ধকারের উৎস হতে,

গভীর বিপুল প্রাণে।


তাইতো যেন আজকে আমার ,

ঘুমের সাথে আড়ি।




Rate this content
Log in

Similar bengali poem from Abstract