'স্মৃতি '
'স্মৃতি '
ছাইচাপা আগুনে, পুড়ে মন ফাগুনে,
ধিকিধিকি জ্বলে বুক সঙ্গোপনে,
ধূসর স্মৃতির পটে, আজও অমলিন ,
ভুলে যাওয়া ছলনাতে দৃষ্টিবিহীন।
অনেক জন্ম আমি করেছিযে পার,
ফিরে ফিরে আসে তবু জন্মান্তর,
পায়ে পায়ে কত পথ করেছিযে ক্ষয়,
মনতো বোঝেনা তবু সে আমার নয়,
অবুঝ আশায় কেন পুড়ে মন আগুনে,
ধিকি ধিকি জ্বলে বুক সঙ্গোপোনে।
না বলা অনেক কথা, না শোনা সংলাপ ,
কানে বাজে অবিরাম অমোঘ প্রলাপ,
ভাষাহীন যত ব্যথা, হয়নি প্রকাশ,
মুক্তির পথ খোঁজে, খোঁজে আশ্বাস,
কেটে যায় দিন মাস কেটেছে বরষ,
নিঃশ্বাসে কেন আজও বিষের পরশ,
নিঃসঙ্গতা ঢাকে, ফেলে আসা ইতিহাস ,
নেই কাছে তবু আছো, অনুভবে বারোমাস,
দিতে চাই ছুটি আর , ভুলে যাই স্মরণে ,
তবু কেন জ্বলে বুক , সঙ্গোপোনে।