" রাত যখন গভীর হয়"
" রাত যখন গভীর হয়"


রাত যখন গভীর হয়,
বিছানায় শুয়ে থেকে থেকে
ঘুম আর আসেনাকো।
দেনাপাওনার জটিল অঙ্কটা,
ঘুরপাক খায় মাথার ভিতর।
কিছুতেই পারিনা এড়াতে।
লোকসান নিশ্চিত, তবুও
আয়-ব্যয়ের হিসাব তা সেরে নিই একাএকা ।
জীবনের বালান্সশিট টা মিলিয়ে দিই,
তাই দিয়ে কোনোমতে।
রাত যখন গভীর হয়,
আম, জাম, বটগাছের শাখা
হাতছানি দিয়ে ডাকে।
সাধ হয়, চুপি চুপি যাই চলে
এক গাছা দড়ি সাথে।
জোনাকির সমাবেশ, ঝিঝিদের কলতানে
সাক্ষী থাকুক চাঁদ , আমাদের বন্ধনে।
রাত যখন গভীর হয়,
কত গল্প পড়ে মনে,
মায়ের মুখে শোনা।
লালদীঘির গভীর জলের তলে
স্বপ্নমাখা জল পরীর দেশ।
সোনার কাঁকন পরা, সোনার সে রানী
জাদুমন্ত্র জাগায়, সোনার কা
ঠির পরশে।
সাধ হয়, সখ্যতা করি তার সাথে
জন্মের তরে।
রাত যখন গভীর হয়,
ঘুম আর আসেনাকো।
শুয়ে থেকে থেকে শব্দ পাই,
শেষ ট্রেন যাবে চলে, ডায়মন্ডহারবার,
দীর্ঘ প্রতীক্ষার হবে অবসান, ক্ষণকাল এ ।
ছিন্ন বিচ্ছিন্ন মাংসপিন্ড ঘিরে,
কৌতূহলী জনতার ভীড় , ভোর হলে।
রাত যখন গভীর হয়,
সাধ হয়, ঘুমোবো এবার,
চিরকাল , চিরদিন।
ক্লান্তিকর অনিদ্রা হবে দূর,
দু পেগ ব্র্যানডির সাথে।
অমরত্বের অধিকার যাবো ছেড়ে,
নীলকণ্ঠ রূপে।
রাত যখন গভীর হয়,
কত ছবি পড়ে মনে,
মুছে যাওয়া জলছবি সম।
কত মুখ ভীড় করে আসে,
দেয়ালে দেয়ালে আঁকা,
ক্যালেন্ডার যেন, সে - তুমি।
তবুও অকূলে জেগে রয়,
ওই দুটি চোখ।