" তোমার জন্য "
" তোমার জন্য "


আমি তোমার জন্য এক পৃথিবী
লিখতে পারি সারাজীবন,
তোমার জন্য আঁকবো ছবি
তোমার জন্য গাইবো গান।
আমি তোমার জন্য খেলতে পারি
ছোট্ট বেলার চড়ুইভাতি,
আমি তোমার জন্য গল্প বলা
হাতের পরশ শীতের রাতি।
আমি তোমার জন্য নবম শ্রেণী
আলতা পায়ে প্রথম শাড়ী,
আমি তোমার জন্য সাত সমুদ্র
তেরো নদী দেব পাড়ি।
আমি তোমার জন্য মেঘলা বিকেল
শরৎবাবু , আবুলবাশার,
আমি তোমার জন্য জীবনানন্দ
একলা বসে রবিঠাকুর ।
আমি তোমার জন্য কবি সুকান্ত
তোমার জন্য আঠারো বছর,
তোমার জন্য গড়তে পাড়ি
কাঁটায় ঘেরা উষ্ণ বাসর।
আমি তোমার জন্য তোমাকে চাই
বৃষ্টিভেজা সন্ধেবেলা,
আমি তোমার জন্য চায়ের কাপে
মোমবাতি আর প্রাণের দোলা।
আমি তোমার জন্য সন্ধ্যাপ্রদীপ
সন্ধ্যাবেলার তুলসীতলা ,
আমি তোমার জন্য ভোরের শিশির
আলতো পায়ে সামলে চলা।
আমি তোমার জন্য মোমজোছনা
তোমার জন্য চাঁদের হাসি,
আমি তোমার জন্য হাজার তারা
পাগল করা মোহন বাঁশি।
আমি তোমার জন্য একলা রাতে
সারাটা রাত জাগতে পারি,
আমি তোমার জন্য মনখারাপের
অথৈ সাগর দিচ্ছি পাড়ি।
আমি তোমার জন্য চাইনা হতে
চাইনা তোমার গলার ফাঁস,
আমার মনেই থাকুক বেড়ি
তোমার থাকুক অসীম আকাশ।
আমি তোমার জন্য আপনি হেরে
তোমায় আমি জিতিয়ে দেবো,
আমি তোমার জন্য আপনি মোরে
তোমায় অমর করে যাবো।