" খোলা চিঠি "
" খোলা চিঠি "
এ নয় অহংকার মোর।
তবু, বলিবার আছে প্রয়োজন কিছু কথা,
তাই লিখি।
জানি, সময়ের স্রোতে, সব যায় ভেসে,
রয়নাকো কিছু বেঁচে।
তবু, রয় নাকি কিছু, হৃদয় মাঝারে?
স্মৃতির ধূসর ধুলোর আড়ালে ?
যে গান হয়নি গাওয়া,
হয় নাই বলা যে সকাল কথা,
ভুল বোঝাবুঝি, ভুল খোঁজাখুঁজি,
ভেসে যায় সব কিছু,
সব ভালোবাসা,
দখিনা হাওয়ার সাথে।
সেই সব দিন যবে,
ভোরে দিতো মন প্রাণ,
মধুর আবেশে,
রবে নাকি মনে?
জানি, একদিন তুমিও তো যাবে ভুলে,
যেদিন ফুরোবে বেলা,
এই হাসি এই খেলা,
এই গান, এই মধুক্ষন।
নিত্য নতুনের পথে পথে
ঝরে যাবে অধরা মাধুরী ,
অনন্ত আঁধারের পথে পথে
কেটে যাবে, জীবনের
কিছুটা সময় আরো।
কিছুটা সময় যবে যাবে কেটে
জীবনের পথে পথে,
যেদিন সকল কিছু-
যা যাচ্ছে তোমার সাথে আজ
সহায় সম্বল,
সহায় সম্বলহীন, সকল কিছু,
যা যাচ্ছে তোমার সাথে আজ,
যায় যদি ঝরে ঝরে-
প
থে পথে ছড়ানো বকুলসমো,
অনন্ত গোধূলি নেমে আসে,
তোমার বিষণ্ণ বিকেলের পথে পথে,
পথ চাওয়া হয় সার,
তবু, পথ চাওয়া হয় সার
হয় নাকো সারা।
যেদিন হয় নাকো সারা পথ চাওয়া,
চেয়ে চেয়ে কেটে যাবে,
বিষন্ন বিকেল আর অনন্ত আঁধার,
শুন্যতা ছুঁয়ে যাবে দুচোখে তোমার,
আষাঢ়ের মেঘ,
ছেয়ে যাবে বিষন্ন হৃদয় মাঝে।
আষাঢ়ের মেঘ যবে
ঢেকে দেবে, বিষন্ন হৃদয় তব,
দুচোখ ভোরে যাবে শুন্যতা-
জানি, সে দিন যবে,
ফিরে যাবে,
ফিরে যাবে যবে সেই দিন,
স্মৃতির অলিতে গলিতে,
দুই হাত প্রসারিত , দুই চোখে জল,
মুহূর্ত ভিক্ষা মাগে , শান্তির তরে,
সোনাদানা আসবাব যবে,
নিরর্থক মনে হবে, সেই দিন।
সেই দিন যবে,
সব কিছু শুন্য মনে হবে,
যে রবে জাগিয়া তব,
হৃদয় মাঝারে,
ব্যথা পাবে যার তরে,
সেই দিন যার তরে পাবে ব্যথা,
ক্লান্ত হৃদয় আর অস্ফুট কথা,
যার কাছে করিতে প্রকাশ,
আকুলান মন, আর উদাসী নিঃশাস,
জানি সেই জন, আর কেউ নয়,
আর কেউ নয় সেই জন,
আমি ছাড়া,
জানি সেই জন শুধু আমি।