" মাগো আমি তোমার কাছে যাবো "
" মাগো আমি তোমার কাছে যাবো "


মাগো, আমায় ছুটি দিতে বল
সকাল থেকে পড়েছিযে মেলা,
এখন আমি তোমার কাছে যাবো
আবার আমি বাইব খুশির ভেলা।
মাগো, আমি আবার হবো শিশু
কান্না হাসি তোমার কোলে কোলে,
ভয় পেলে মা আছে তোমার আঁচল
তোমার হাসি আমার চোখে দোলে।
মাগো, আমি আবার তোমার সাথে
শুনবো সেসব রূপকথার ই রানী,
এখন আমার ভাল্লাগেনা কিছু
সেসব কথাও জানো তুমি জানি।
সেদিন মোদের আধার ছিল ঘরে
বিজলীবাতি করতোনা যে আলো,
এখন ভাবি এমন আলোর চেয়ে
অন্ধকারই ছিল অনেক ভালো।
এখন আমার অভাব কিছুই নেই
আছে আমার অপার স্বাধীনতা ,
তবু কেন আমার পায়ে বেড়ি?
বুকের ভেতর অসীম শুন্যতা?
সেদিন মোদের জীবন খেলার ছলে
তোমার আদর, তোমার শাসন সব,
এখন তো মা কেউ বকে না আর
তাইতো বুঝি এখন শুধুই নীরব?
মাগো, আমায় তোমার কাছে ডাকো
যোজন দূরে ভীষণ লাগে একা,
আমায় ছাড়া তুমিও কি মা ভালো?
তোমার ও তো বুকের ভেতর ফাঁকা।
আবার মোরা বসবো তোমায় ঘিরে,
দাদা , আমি তোমার পাশে আলো,
সত্যি করে জানবো তোমার কাছে,
কাকে তুমি অধিক বাস ভালো।
দূর থেকে মা আমায় যেমন দেখো,
সে সব কেবল সুখে থাকার ছল,
একদিন মা তোমার কাছেই যাবো,
যত্নে লালন এইটুকু সম্বল।
--------------------------------------------------