শুধু ফেরত চাই
শুধু ফেরত চাই


ক্লান্ত অপেক্ষার দিন ফুরোয়না,
আসে বসন্ত, যায় বসন্ত,
সে আসে না।
তার লাগানো গাছে ফল ধরে,
তবু অপেক্ষার ফল মেলে না।
দিন যায়, মাস যায়, তার সাথে
ফটোর অ্যালবামে তার ছবি
ফিকে হয়ে আসে।
প্রতিদিন উত্তরের ঠান্ডা হাওয়া
কানে যেন ফিসফিস করে
আমি আছি তোমার পাশে।
খবর আসে যুদ্ধ লেগেছে,
শুনে রক্ত ছুটতে থাকে দেহে,
রাতের ঘুম যায়
সেই দূরে উত্তরে।
হটাৎ একদিন অনেক সৈন্য
ভীড় করে ঘরের সামনে,
সাথে তার নাম লেখা কফিন।
মন চিৎকার করে কেঁদে ওঠে -
আমি চাই না কাশ্মীর,
চাই না রক্ত, চাই না যুদ্ধ।
আমি শুধু ফেরত চাই
সেই মানুষটাকে,
শুধু ফেরত চাই।।