STORYMIRROR

Mahfujur Rahaman

Drama Romance

3  

Mahfujur Rahaman

Drama Romance

পরিণয়

পরিণয়

1 min
283

নিশীথের ঘুম ভেঙে যায় তোমার স্মৃতির ডাকে,

গহন নিশার অন্ধকারে এ মন তোমায় খুঁজতে থাকে।

তখন শহর নির্জনে স্তব্ধতার আদর গায়ে মাখে,

তোমার ভাবনায় হারিয়ে যাই আমি সেই ফাঁকে।

এই মন যে তোমার কুঞ্জে যেতে চায়,

পূর্ন হতে চায় সে তোমার পরিপূর্ণতায়।

হয়তো কোনো এক তিমিররজনীর অবশেষে,

তোমার কাছে পৌঁছাবো আমি ধ্রুবতারার বেশে।

আমার প্রতি তোমার অভিমানে তুমি ঠায়,

দাঁড়িয়ে থাকবে তুমি তোমার আঙিনায়।

হঠাৎই অভিমান ভুলে বিরহ ব্যাথার শেষে,

মুখ লুকাবে আমার বুকে এসে।

আঁধারে সে নির্জনতায় আবেগে ভাসবে তুমি,

জ্যোৎস্নায় তোমার গালে আদর মাখাবো আমি।

তোমার মুখ রক্তিম হয়ে উঠবে তোমার লাজে,

শেষে আবার মুখ লুকাবে আমার বুকের মাঝে।।


Rate this content
Log in

Similar bengali poem from Drama