একটা সময় ছিলো…
একটা সময় ছিলো…
একটা সময় ছিলো, যখন ঘড়িতে দশটা বাজলেই-
কাঁধে ব্যাগ নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওয়ানা,
পৌছতে দেরি হলে টানা এক পিরিয়ড-
ক্লাসের বাইরে দাঁড়ানো অথবা অন্য কোনো বাহানা।
একটা সময় ছিলো, যখন বোরিং ক্লাসে হাই বেঞ্চের-
পেছনে লুকিয়ে কাটাকুটি খেলা বা ঘুম,
এমনি সময়ে চিৎকার আর,
প্রিন্সিপাল আসছে শুনে সব ভীষণ চুপ।
একটা সময় ছিলো, যখন ব্ল্যাকবোর্ডে আঁকা হতো-
দেশের ভবিষ্যৎ আর সাদা কালোয় ফুটত রঙ্গিন স্বপ্ন,
স্যার দের সম্মান ছিলোই তার সাথে-
পেছনে স্যারদের নামও ছিল অন্য অন্য।
একটা সময় ছিলো, যখন টিফিনের ঘণ্টা বাজলেই-
ক্লাস থেকে বেরিয়েই ফুচকার দোকানে ভিড়,
সেই সঙ্গে, টিফিন ভাগাভাগি করে-
এক ছুটে খে
লার জন্য বিশাল মাঠে ভিড়।
একটা সময় ছিলো, যখন ক্লাসের মাঝে পছন্দের কাউকে-
মনের কথা লিখে প্রেমপত্র বিনিময়,
কখনো বা বন্ধুদের সাথে ক্লাস বাংক করা,
আর সাথে ছিলো গার্ডিয়ান কলের ভয়।
একটা সময় ছিলো, অফ পিরিয়ডে হাইবেঞ্চে বসে-
একসাথে খেলা হতো গানের লড়াই,
সারাটা বছর পড়াশোনা ছাড়াও কেটে যেত-
শুধু বন্ধুত্ব আর মজায়।
একটা সময় ছিলো, যখন ছুটির আগের-
ভালো ক্লাসও অসহ্য ছিলো,
আর ছুটির ঘণ্টা পড়তেই এক ছুটে-
বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরার দিন ছিলো।
সে সময় তো ফুরিয়েই গেছে কবে,
জানিনা আর ফিরবে কখনও কিনা!
কিন্তু সে সময় দিয়ে গেছে-
হাজার স্মৃতির সারি, যা ভোলা যাবে না।