সেই বৃষ্টি আর তুমি
সেই বৃষ্টি আর তুমি


আজ যেন মনে হয়
অনেক দূরে তুমি,
যেন এ দূরত্ব -
মহাকাশ থেকে ভূমি।
আজ মনে হয়,
ততটাও দূরে নয় আকাশ,
আমার মনের থেকে
যতটা দূরত্বে তোমার মনের বসবাস।
দুঃখ ভরা মেঘ জমে
হওয়া বৃষ্টির জলে আঁকা আছে শত -
তোমার আড়ালে আমার হৃদয়ে লেখা
সেই আনকোরা ক্ষত।
জানি, আমার হয়ত কখনও
তোমার গল্প শোনা হয়নি আর,
কিন্তু আমি যে আমার কাছেই -
তোমার গল্প করেছি বারবার।
জানি, তুমি কখনও ভয়ও করনি
আমাকে হারিয়ে ফেলার,
কিন্তু আমার যে তোমায় হারিয়েও
ভয় হয় আরও দূরে যাবার।
হয়ত, আজকের মতোই
কোনও এক বৃষ্টি ভেজা দিনে,
বৃষ্টির ঝাপটার প্রতি ফোঁটায়
আমায় পড়বে মনে।
হয়ত তুমি তখন,
কোনও আনমনে আবার -
খুঁজতে থাকবে অজুহাত,
আবার আমার কাছে আসার।