STORYMIRROR

Mahfujur Rahaman

Tragedy Others

4  

Mahfujur Rahaman

Tragedy Others

আঁধারে ধরা

আঁধারে ধরা

1 min
406


কালচে আগুনের স্তরের উত্তাপ ছড়িয়ে

অলস দুপুরের বিলাসিতা বিষাদ ছুঁতে চায়,

রোদের আঁচলে বাঁধা পড়ে পৃথিবী তাই

দুঃখের শব্দ কান পাতলেই শোনা যায় ।

ধোঁয়া আর কংক্রিটের জঙ্গলে ঘেরা

বিদ্ধস্ত শহরের উষ্ণতায় ভাসে বিষন্নতার সুর, 

সুখের নিঃশ্বাস মাখা আর অবসাদ হীন

সুস্থ্য দিনের ঠিকানা এখন বহুদূর।

গোপনীয়তা বিহীন লজ্জাহীন নগ্ন ধরায় 

হৃদয় ভরেছে মনের অসুখে,

আজ এই ক্লান্ত বসুধায় বিরক্তি জেগেছে 

অসুস্থ পৃথিবীর সেই মুখে।

প্রেম প্রীতি আজ অস্ত্র মাত্র ;

সুখের বিনিময়ে কেবল দেয় আঘাত,

আবার বইয়ের থেকে মানুষ পড়ে বেশি

কেবল অলিখিত বিষাক্ত ভাষার ধারাপাত।

সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবী

আজ বড় বদলে গেছে যে,

মরুভূমিতে ঘুরতে ঘুরতে সকলে

মরীচিকাকে মরুদ্যান ভেবে বসেছে।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy