এই শহর
এই শহর
বৃষ্টি
কবি: উদ্দীপ্ত চৌধুরী
এই শহর জুড়ে বৃষ্টি নামে রোজ,খাতার পাতায় আঁকিবুকি,
আমার রোজনামচা লাল জোনাকির আলোয় ঢাকা,
আঁকি বুকি গলি পথ,পথের ধারে সেই পুরোনো সাইন বোর্ডের শব্দগুলো আজ নির্বাক,
পার্কের সেই কাঠের বেঞ্চটাতে আজও শিউলি ফুল কথা বলে যায়,টুপটাপ ঝরতে থাকে ক্লান্ত পাতার দল,
আমি হারিয়ে যায় আবারও কোনো এক অজানা গল্পের পাতায়।
হাত দুটি আজ ঝাপসা চোখে দেখে আমায় রোজ,ভাবছো হাতের আবার দৃষ্টি আছে বুঝি?
কেনো নেই বলতে পারো?
বলতে পারো শত সহস্র অভিমানের ভিড়ে সে জেগে ওঠে ?
ডেকে তোলে সেই শূন্যতা ,আঁকড়ে ধরতে চায় এক মুঠো বাতাস,
এই শহর জুড়ে আজও বৃষ্টি নামে রোজ,তোমার আমার গল্পঃ কথায় মিশতে থাকে শীতল হিমের পরশ।
লাশ ঘরে স্বপ্নের পোস্টমর্টেম,সেই কাটা কুটি,খবর রাখে কে?
আয়না জুড়ে তুমি এবং শুধুই তুমি,সেই বোবা চাহুনির মাঝে এক আকাশ নীরবতা।
বাষ্প হয়ে ভেসে চলি দূর হতে দূরে,রজনীগন্ধার মালা গেঁথে যারা চলে গেছে,ছেড়ে গেছে তোমায় অদেখার দেখে,
হিসেব করে দেখেছো তাদের কতখানি ভালোবেসেছিলে ?
তীব্র সেই আকাঙ্খা,না পাওয়ার ব্যর্থতা, প্রতিফলিত হয়ে চলেছে এই শহরের বুকে।
বুক ফেটে কান্না আসে, ছাই চাপা দীর্ঘশ্বাসে স্মৃতিরা বিলি কেটে যায়।
তবুও আসি,বারবার ফিরে ফিরে আসি, আসতে হয় আমায়।
আমি অবাধ্য শিশুর মতো তাসের ওপর তাস সাজাতে থাকি,জানি একদিন গড়ে উঠবেই সেই স্বপ্নের রাজনগর।
এই শহরের বুকে আজও বৃষ্টি নামে,ভেজা রাস্তায় ইচ্ছেরা নগ্ন পায়ে হেঁটে বেড়াই ।
একবার ছুঁয়ে দেখতে চাই তাদের,দেখতে চাই তারা কি আজও একই রকম অভিমানী?
