মধ্যরাতের ঘৃনা
মধ্যরাতের ঘৃনা
মধ্যরাতের ঘৃনা আমায় আজও তাড়া করে চলে,নিশ্চুপ নীরব বাতাস কানে ফিসফিসিয়ে বলে চলে জোছনায় মাখা সেই এক আকাশ তারাদের কথা ,যারা আজও নির্বিবাদী ,অপ্রতিরোধ্য ক্যাকটাসের কাঁটাতারে মিশিয়ে চলেছে অমোঘ বাণী।
তপ্ত জনপথের নিঝুম নিস্তব্ধতায় জেগে ওঠে সম্পর্কের অভিমান,যারা অভিনয় করেছিল, তাদের সুদক্ষ হস্তক্ষেপে আজও প্রস্থর সমান অবমাননা বুকে জড়িয়ে হেঁটে চলেছি অনন্তের পথে।
বুক জুড়ে অসীম ক্ষুদা,ক্ষুদ্র হতে ক্ষুদ্র এক আকাশ মুক্তির আহবানে অহিংস আন্দোলন,আমি আজও ব্যর্থতার দোলাচলে অবিনাস্ত্য বাক স্রোতে বিকারগ্রস্থ গর্ধবের মত বারংবার শুধুই সমর্থন করে চলেছি।
হে মূর্খের দল,যাদের আপন ভেবে এসেছো চিরকাল,যাদের দ্বারা অনুপ্রাণিত গর্ভস্থ সৃষ্টির ভ্রূণ জ্যান্ত সমাধি দিয়ে এসেছো,
যাদের দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রতারিত,তবুও তাদের বন্ধুত্বের ,তাদের ভালোবাসার কি অমোঘ আকর্ষণে ক্রন্দনরত চোখের তারায় আজও বিশ্বস্ততার ছাপ ফুটিয়ে তুলে ঠিক কি প্রমাণ করতে চাইছ?
তারা আমার?
কাদের আপন বলে দ্বি খণ্ডিত হৃদয়ের কপট ছদ্ম রাগে আলিঙ্গন করে চলেছ তুমি?
হে বীর, হে আত্মিক প্রণয় পাশে জড়িয়ে তুমি মুক্তির আহ্লাদে খুঁজে চলেছ সেই সুদীর্ঘ বহু,যার মর্মার্থ তুমি আত্মহননের পথে পা বাড়িয়েছ।
তোমায় সমর্থন করে না যারা,তাদের ঘৃনা করো না,ঘৃনা তোমায় মানায় না,শুধু তাদের বলো তারা যেন মৃত্যুর দ্বারে এক রাশ রজনীগন্ধার মালা গেঁথে রাখে,
আবারো সেই পুনর্বাসন,এক আকাশ অভিমান বুকে নিয়ে হেঁটে চলেছে সেই নাম না জানা বালক যার পরতে পরতে জড়িয়ে রয়েছে শুভ্রতার নীল আলো।
