STORYMIRROR

Uddipta Chaudhury

Tragedy Others

3  

Uddipta Chaudhury

Tragedy Others

অন্তহীন

অন্তহীন

1 min
190

আমার হাজারো ব্যর্থতার মাঝে শত শত গল্পঃ জমে আছে।


রাতের ঘণ্টা ধ্বনি ক্ষীণ হতে হতে মিলিয়ে যাচ্ছে ওই নীল পাহাড়ের চূড়ায়,যেখানে শত সহস্র মান অভিমানের ভিড়ে মুখরিত এক আকাশ স্তব্ধতা।


নির্জীব কঠিন খোলসের আবরণে আজও আমার আমিত্বের ছন্দহীন গতিপথ অবরুদ্ধ করে দন্ডায়মান স্তব্ধতার মরীচিকা।


হাজার মৃত্যুর পরে আবারও সেই পুনর্বাসন,আমি সজীব চক্ষু মেলে চেয়ে রই জীবনের পানে,


আশা নাই,প্রত্যাশা নেই ,কেবলই নগ্ন পদতলে কাঁটার পাহাড় নিয়ে হেঁটে চলেছি অনন্তের পথে,এক আকাশ মুক্তির খুঁজে।


তবুও এই হৃদয়ের ভগ্নাংশে বয়ে চলে রক্তাক্ত স্মৃতির ঢেউ,আছড়ে পড়ে সেই বালুচরে যেখানে এক সময় কত শত স্বপ্নের খাস মহল গড়ে উঠেছিল।


সুবৃহদ সেই শূণ্য আঙিনায় আজ ফেরারী পাখি বিষাদের গান গেয়ে চলে ।


ওগো,তোমরা কি শুনতে পাও না,শুনতে পাও না সেই কলরব,সেই স্বপ্ন ভাঙার কারখানায় প্রতি নিয়ত পিষ্ঠ হয়ে চলেছে হাজারো উপবাসী মন।


জীবনের পূর্ণাঙ্গ অর্থ যদি অতীতের কোলে জমে থাকা অপ্রাপ্তির ভিড় হয় তবে আমি আবারও জন্মাতে চাই ।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy