STORYMIRROR

Uddipta Chaudhury

Tragedy Others

4  

Uddipta Chaudhury

Tragedy Others

নতুন আমি

নতুন আমি

1 min
364

স্তব্ধতার শীতল গ্রাস,এক রাশ বনফুলের মালা গ্রাস করছে আমায়,


নির্বিবাদী বিষন্নতার ছায়া নীরে জমছে ধুলো,কৃত্রিম অপ্রকৃতস্থ ধুলিধুসর স্মৃতির অকাল প্রয়াণে আজ আমার শ্রদ্ধাঞ্জলি।


নিভু নিভু নিয়ন আলোয় সুপ্রাচীন বর্বর প্রাচীরের গায়ে জমে আছে নোনা শেওলা,যারা একদিন বাঁচতে চেয়েছিল,


চেয়েছিল মিশে যেতে অগুনতি মানুষের ভিড়ে ,আজ তারাই ওই পর্বতপ্রমাণ প্রত্যাশার ভিড়ে বড্ড একা,


ক্লান্ত শরীর টানতে থাকি,খুঁজতে থাকি অসীমের মাঝে দিগন্ত বিস্তৃত এক আদিম ছায়াপথ যার চারপাশ ঘিরে রয়েছে সেই আদিম শুভ্রতা,


ভালোবাসা আজ বিষাদের ধ্বংসস্তূপের মাঝে ফণা তুলে দাঁড়িয়ে,হাজারো অনুভূতি যে বলিপ্রদত্ত,


অতৃপ্ত দীর্ঘশ্বাসে দূষিত এই জতুগৃহ,আমার রক্তে আজ বিষ,দুই চোখ জুড়ে নোনা জলের ধারা।


তবুও যে পথ চলার মাঝে খানিক বিরাম, অবসাদের কাঁটায় বেঁধেছি প্রাণ,


কণ্ঠ জুড়ে শতাব্দীর প্রাচীন অভিশাপ,বিশ্বেস্বর হওয়ার স্বপ্ন নিয়ে যে পথ চলার শুরু তার শেষটা যে বড়ই মর্মান্তিক।


কলমের খোঁচায় উঠছে জেগে শৈশবের মনোরথ,মাটির ওপর সেই শেওলা,হাত বাড়িয়ে খুঁজতে থাকি শূন্যতার পথ,


এই পথের কোনো শেষ নেই,নেই কোনো শুরু,


ক্ষণিকের অতিথি মোরা, ঝঞ্ঝার মাঝে কৃত্রিম হাসি মেলে তাকিয়ে রই অকূল দরিয়া পানে।


ও মাঝি ভাই, পার করাবে আমায়,দেবো দশ আনা,জীবনের ওপারে শুনেছি আছে সেই দেশ যেখানে অন্ধকার করেছে গ্রাস।


ধ্বংসের মাঝে সৃষ্টি সেই স্বল্প সময় জুড়ে,


আমার একটা আমি কে চাই আবারও নতুন করে।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy