এক অবক্ষয়ের গল্পঃ
এক অবক্ষয়ের গল্পঃ
আজ শুধু অবক্ষয়ের গল্পঃ হোক, ঝরে পড়ুক আগুন এই কলম জুড়ে।
আজ শুধু বেদনার গল্পঃ হোক,এক অশ্রু ভেজা নীর যেখানে স্বপ্নের নীল তুলি বুলিয়ে দিয়ে নিষেধের বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতো এক বুক দীর্ঘ নিশ্বাস।
আজ এক সময়ের গল্পঃ হোক,হোক এক অসম বৈষম্যের পূর্বাভাস।
হোক না তবে,ক্ষতি কি?
আজ তবে শূন্যতার গল্পঃ হোক,জমে থাকা অভিমানে মিথ্যের পারদ চাপিয়ে এক নকল হাসির গল্পঃ হোক।
আজ এক বিরহী বাঁশির গল্পঃ হোক,নিধি কাননে প্রাচীন বটবৃক্ষের তলায় বসে এক অজানা গল্পঃ হোক।
আজ তবে এক নিস্তব্ধ রাতের গল্পঃ হোক,অজানা আহ্বানে জেগে ওঠা শিরা উপশিরায় বইতে থাকুক ক্লান্ত প্রচেষ্টার চির সমাপ্তির বিজয় ডঙ্কা।
আজ শেষ মেশ তবে এক গল্পের শেষ পাতায় উপসংহার টানা হোক,
থাকুক হাজারো অতৃপ্তি,হাজারো ক্ষোভ ,মান অভিমান,থাকুক তারা সযত্নে,
ঠিক যেভাবে বেড়ে উঠেছিল এক ছোট্ট নবজাত সন্তানের গর্ভস্থ অবস্থায়,সেই মাতৃ জঠরে তার দুর্দমনীয় না পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাকে ব্যাকুল করে তুলেছিল,
নিবৃত্তে কোনো এক সূর্যাস্তের অন্তরালে শত সহস্র চাহিদার পারদ ক্রমশ ওঠানামা করছিল,
সে জীবন পারের এই প্রান্তে দন্ডায়মান হয়ে দেখছিল মৃত্যুর তান্ডপ।
স্মৃতির মায়াকাননে শুধুই তখন এক রাশ আদিম ক্ষুদা,
থাক তবে এইটুকুই,মৃত্যুর কথা আজ নাই বা বললাম,
আজ তবে এক শেষের গল্পঃ হোক,
আজ তবে এক নতুন সূর্যের গল্পঃ হোক।
নবজাগরণের প্রজ্জ্বলিত আলোক পুঞ্জে জমে উঠুক একাকীত্বের গল্পঃ।
আজ তবে এক নতুন স্বাদের গল্পঃ হোক।
