STORYMIRROR

Uddipta Chaudhury

Classics Others

4  

Uddipta Chaudhury

Classics Others

হৃদয়ের নৈবেদ্য

হৃদয়ের নৈবেদ্য

1 min
386

কিছু ছবি ছায়াছবি হয়ে রয়,মুগ্ধতার শহরের বুকে কুয়াশার চাদর জড়িয়ে শুয়ে থাকে শত শত নগ্ন কঙ্কাল,


প্রবল শৈত প্রবাহে বুকে যে উষ্ণতার তরঙ্গ জমে তাকে কি কামনা বলা যায়?


ভালোবাসার নীল স্পর্শে স্পৃহাহীন বাক চপলতা হৃদয়ের প্রতিটি অভ্যন্তরীণ স্তর ভেদ করে জনসমুদ্রের বুকে মিশিয়ে দেয় এক আকাশ নীরবতা।


অপঙক্তেয় আমিত্তের দুর্বিষহ যাতনাময় আত্মগ্লানির মাঝের স্তর ভেদ করে মিশে যায় এক আদি অকৃত্তিম নৈরাশ্য।


বাঁধ ভাঙ্গা আবেগের অশ্রুসজল আঁখি দুটির শিকড় গেড়ে বসে নিস্পন্দিত মনের মাঝে জমে থাকা মান অভিমানের পরতে পরতে,ভালোবাসার ছন্দপতনে আজ অকাল বৈরাগ্য।


তবুও যে স্বপ্ন দেখার সীমাহীন বাসনা আমার সদ্য মৃত শরীর জুড়ে তীব্র শিহরণ জাগায়, শিরায় শিরায় বয়ে চলে নীল রক্তের স্রোত।


শূণ্য আঙিনায় আজ ঘরে ফেরার আহ্বান,আমি যে আজ স্বাধীন,অমরত্বের প্রত্যাশা করি নে তবুও যে বেঁচে রয়েছি শত সহস্র বছরের প্রতীক্ষা বুকে নিয়ে ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics