STORYMIRROR

Uddipta Chaudhury

Fantasy Inspirational

3  

Uddipta Chaudhury

Fantasy Inspirational

অন্তহীন অস্তাচল

অন্তহীন অস্তাচল

1 min
180

অনন্তের পথে আত্মার সলিল সমাধি,


পথ চলার বাঁকে থমকে যাওয়া সময়ের হাত ধরে এক একটি বছর পার,


একাকীত্বের করাল গ্রাসে আত্মবিনিয়োগ, 


স্মৃতির পদ্মপাতায় নোনা জলের ধারা,


তবুও হাজারো না পাওয়ায় ভিড়ে হারিয়ে যাচ্ছে এক আদিম দীর্ঘশ্বাস,


দুরন্ত গতিতে ছুটে চলেছে আরেক আমি সেই আমারই পথ ধরে,


এক ঝাঁক তারাদের ভিড়ে সেই রাত্রি জাগরণ,


চাঁদের জোছনায় খেলা করে জীবনের নির্লিপ্ত আলো আঁধারি।


অতঃপর কোনো এক মুগ্ধ নয়নে মজে যাওয়া,


এলোমেলো শব্দের মাঝে লুকিয়ে থাকা না বলা কথা,


সেই যে জন্মের প্রাক্কালে শুরু হয়েছিল ,রচিত সেই উপন্যাসে আবারও এক নতুন অধ্যায়।


কোনো নাম না জানা গল্পের প্রচ্ছদে রক্তিম বিন্যাস,


অভিশপ্ত জীবনের কাঁটায় জন্ম নেবে এক নতুন চারাগাছ,


আবেগের ভেলায় দোদুল্যমান সমীকরনে আবারও জীবনের সুর।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy