STORYMIRROR

Uddipta Chaudhury

Abstract Inspirational Others

3  

Uddipta Chaudhury

Abstract Inspirational Others

স্বার্থপর

স্বার্থপর

1 min
155

নিষিদ্ধ আলাপনে স্মৃতির অবিচলিত অভিব্যাক্তি,ক্ষণিকের কৃত্রিম আলপনা,


একধারে শশব্যস্ত স্বার্থান্বেষী ভালোবাসার ভস্ম,ওপর ধারে বিধ্বংসী নীরবতা,


মাঝের সময় টুকু একান্তই ব্যক্তিগত,তোমার এবং তোমায় ঘিরে যে আবহমানকাল ধরে গড়ে উঠেছে জীবন চক্র ,তাকে দৃষ্টিকটু সংলাপের চটুল বাক্যবানে বিদ্ধ করার কি অসীম দুঃসাহসিক খেলায় মেতে উঠেছ তুমি!


স্ব চরণে আত্মহুতি ,স্বপ্নের প্রতিপালক হিসেবে তুমি কি সত্যই কর্তব্যরত ,নাকি বলীয়ান হয়েছ অন্যের ইচ্ছে পূরণের গভীর অঙ্গীকার নিয়ে।


তবে যাই করো স্বার্থপরের তকমা তোমায় পেতেই হবে, পেতে তুমি বাধ্য কারণ এই সমাজের অধীশ্বর রূপে যিনি বিরাজ করছেন তাকে ছাড়া যে অচল আধুলির মত ছিঁড়ে টুকরো টুকরো করে শত সহস্র খন্ডে তোমার সত্তা কে ওরা ভেঙে ফেলবে,


অস্থিচর্মসার দেহখানি তুলে ধরে যখন ভিক্ষে চাইবে আমায় বাঁচতে দাও,আমি বাঁচতে চায়,তুমি এক সহস্র আলোক বর্ষ অতিক্রম করে পাড়ি দেবে মৃত্যুর পাদদেশে।


এই পৃথিবীর প্রতিটি অংশ জুড়ে শুধুই খন্ড বিখন্ড লাশ,তারা কখনও অপরাধী ,আবার কখনো অপরাগ


অপহৃত ইচ্ছে যখন লৌহ শলাকা দুই বাহু দ্বারা জড়িয়ে ধরে আর্তচিৎকার করতে থাকে,তখন আকাশ বাতাস জুড়ে কোনো এক কঠিন তীব্রতায় ভাসতে থাকে শত সহস্র অভিযোগ,


তুমি স্বার্থপর,তুমি স্বার্থপর,তুমি স্বার্থপর।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract