হয়তো আবার
হয়তো আবার
হয়তো আবার নামবে সন্ধ্যে,
শহরের আলো গুলো আবার উঠবে জ্বলে,
নিয়ন আলো, জোৎস্নাকে ফাঁকি দিয়ে,
মুখ লুকাবে, কুয়াশার আবডালে।
শহরের বুকে উঠবে ঝিঁ-ঝিঁর ডাক,
লাইব্রেরীতে ঝুলে যাবে তালা!
বনগাঁ লোকাল ছুটবে ভীড় নিয়ে,
এবার তবে, বাড়ি ফেরার পালা।
ছিটেফোঁটা বর্ষাও হবে সাথে,
বিষাদ মনে প্রেমিক ফিরবে ঘরে।
ছাদের আকাশে ভরে থাকবে তারা,
মন ভিজবে, চোখের অগোচরে।
আবার হবে নতুন করে শুরু,
নতুন ছোঁয়া লাগবে আবার বুকে।
শব্দ গোনা প্রবন্ধরা হাসবে,
হার মানবে, আবার চেনা সুখে।

