একতারা
একতারা
আমার একতারাতে ধরেছে সুর,
যে সুর আদিম, যে সুর অসীম।
যে সুরে সুর মিললে,
আগুন জ্বলে, প্রলয় আসে।
আজ আমার একতারাতে,
সে সুর দোলে, সে সুর ভাসে।
কালের পথে ঝড় বাদলে,
একতারাটি যায়নি ছিঁড়ে,
উঠছে বেজে আদিম সুরে,
প্রলয়ের বাদল ঘিরে।
অন্ধকারে হাতড়ে বেড়াই,
জোনাকিদের মিছেই আলো,
আদিম সুর তুফান তোলে,
ঈশান কোণে জমছে কালো।
কালের চাকা চলছে ঘুরে,
একতারার সেই প্রলয় সুরে,
ভাঙছে যেমন, গড়বে তেমন,
আসবে নতুন, পুরাতনের কবর ফুরে।
আমার সেই একতারাতে,
তাই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে,
মানবতা জন্ম নেবে,
আবার মানুষের ঘরে।
