STORYMIRROR

Pritam Roy

Romance Fantasy

3  

Pritam Roy

Romance Fantasy

এক পশলা বৃষ্টি

এক পশলা বৃষ্টি

1 min
185

গনগনে রোদে পোড়া দুপুর পেরিয়ে,

মেঘলা বিকেল আসবে।

আমার হলুদ ঝরা পাতা,

আর শুষ্ক কাণ্ডে ওই টুকু আশার আলো।

রসের সঞ্চার হোক শাখা প্রশাখা গুলোতে।

যে শাখা প্রশাখাতে বাসা বেঁধেছে ফিঙে পাখিটা।

সেই শাখা টা হোক জীবন্ত,

আসুক পাতার বাহার , বয়ে আনুক ছায়া,

ফিঙের কুড়ে ঘরে।

আমি বাঁচার রসদ এটাই।

আমি ও বাঁচতে চাই - ওদের জন্য।

এক পশলা বৃষ্টি দাও তুমি।



Rate this content
Log in

Similar bengali poem from Romance