STORYMIRROR

Pritam Roy

Romance Fantasy Others

3  

Pritam Roy

Romance Fantasy Others

সেই আমি

সেই আমি

1 min
1.3K

যদি তোর চোখ ভেজে,

পদ্মপাতার জলে,

যদি আমি জলফড়িং-এর খোঁজে,

গন্ধ শুঁকি তোর আঁচলে,

যদি ভিজে মোমবাতিটার আগুন,

গভীরতায় তল মরীচিকা খেলে,

যদি মাসটা হয় বসন্ত, না হয় ফাগুন,

তুই ডাকলেই আসবো আমি চলে।

যদি যাই অসীম সাগরতীরে,

মুক্ত-ঝিনুক নাইবা হলো খোঁজা,

দৃষ্টিটা আটকে তোকে ঘিরে,

কম করব মনের হাজার বোঝা।

যদি যেতে পারি তোর হৃদয় মাঝে,

সে তো কোনো অচীনদেশ নয়,

ভাবিস না সব, আজগুবি আর বাজে,

ভালোবেসে করব সে দেশ জয়।

যদি দরকার হয় ছোট্ট একটা বাড়ি,

বানিয়ে নেব তোর মনের কোনায়।

সংগোপনে করব শুধু আড়ি,

চোখের পলকে, প্রেমের জাল বোনায়।।


Rate this content
Log in

Similar bengali poem from Romance