STORYMIRROR

Pritam Roy

Romance Fantasy

3  

Pritam Roy

Romance Fantasy

প্রেম দীর্ঘজীবী হোক

প্রেম দীর্ঘজীবী হোক

1 min
210

তুমি আর আমি হেঁটে চলেছি,

শিশির ভেজা নরম ঘাসের উপর,

আমাদের প্রেমের প্রথম ছোঁয়ার মতো, 

পা ভিজিয়ে দিচ্ছে শিশির বিন্দু।

এই চারিদিকের সবুজ ক্ষেত, 

আমাদের প্রেমের মত,

 দিগন্ত রেখা পর্যন্ত বিস্তৃত।

ভেসে আসা রাখালের বাঁশির শব্দ,

যেন আমাদের ভালবাসার প্রতিদ্ধনী।

শোনা যাচ্ছে ঘরে ফেরা পাখির ডাক,

যেন আমাদের একসাথে ঘর বাঁধতে বলছে।

এই ভেজা মাটির গন্ধ,

আমাদের প্রেম-সিক্ত চুম্বন হতে নিঃসৃত হচ্ছে।

আর এই শান্ত দখিনা বাতাস,

বলে যাচ্ছে নবজাতকের পূর্বাভাস।

আমরা দুজন ভালোবাসার অতল গহব্বরে,

তল খোঁজার চেষ্টা করছি।

এই বুঝি তল পেলাম, এই হারালাম।

আমাদের প্রেম দীর্ঘজীবী হোক।


Rate this content
Log in

Similar bengali poem from Romance