কালবৈশাখী
কালবৈশাখী
আমি কালবৈশাখী হতে চাই,
ঈশান কোন কালো করে,
হঠাৎ নেমে আসতে চাই পৃথিবীর বুকে,
ধুলো উড়িয়ে ছুটে চলতে চাই,
যেদিকে মন চায়।
সমস্ত বাঁধন ছিড়ে এগিয়ে চলতে চাই,
পথে আসা সকল বাঁধাকে,
উপরে ফেলতে চাই সমূলে।
সাথে তীব্র বৃষ্টি দিয়ে,
শান্ত করতে চাই গ্রীষ্মের দাবদহ।
আমার অস্তিত্ব ক্ষণিকের হোক,
কিন্তু স্মৃতিচিহ্ন রেখে যেতে চাই।
