বেদনার বাণী
বেদনার বাণী
বেদনার বাণী
মানিক চন্দ্র গোস্বামী
হারিয়েছি আমুদে মনটা গোপন অন্তরালে,
বেদনার বাণী নিভৃত পোড়া ভালে।
অকালে সমাধি বরেছে আশা।
বড় আহ্লাদী ছিল অন্তর অনুখন,
বন্ধনহীন আবেগের ছিল উচ্ছ্বল আচরণ।
পরিতোষে তুষ্ট প্রাণের ভাষা।
প্রত্যাশা ভরা হৃদয়েতে ছিল গান,
মনের মাধুরী ছিল তৃপ্তির অবদান।
কল্পনার আকাশে ফুটেছিলো ধ্রুবতারা।
মুখরিত প্রাণ আজিকে রয়েছে স্তব্ধ,
জীবনের সেই উদ্দীপনা অধুনা অবরুদ্ধ।
জীবনোল্লাস বরণ করেছে কারা।
