উঠুক আওয়াজ
উঠুক আওয়াজ
উঠুক আওয়াজ
২/৬/২৩
আজকের সমাজ চায় উঠুক আওয়াজ,
মুষ্টিমেয় কিছু মানুষ উড়ায় গর্বের ফানুস,
ক্ষমতার জোরে দুর্নীতি করে,
দেশ-বিদেশে কালো টাকার পাহাড় গড়ে।
আমজনতা আজকের দিনে গড়পড়তা,
যখন জন্মায় লক্ষ টাকার ঋণ মাথায়,
আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতির ধোঁয়া,
অগ্নিমূল্য বাজার ভীতি ভাঙে সব রীতিনীতি।
তাই মুষ্টিমেয় সত্যবাদী চাপে পরে দমননীতি,
নিজের সর্বস্ব খুইয়ে বেঁচে আছে মাথা নুইয়ে,
সমাজে উঠুক আজ সমবেত আওয়াজ,
"দুর্নীতি নিপাত যাক্ আমজনতা ভালো থাক।"
